Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


পরিসংখ্যান বা তুল্যমূল্য বিচার। সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। যদিও কোনও ভাবেই ফাইনালে মাশরাফিদের হালকা ভাবে নিচ্ছেন না রোহিতরা। খুব বড়সড় কিছু না হলে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলা দলটাকেই নামাতে পারেন রোহিত-শাস্ত্রীরা। দেখে নেওয়া যাক আজ বাংলাদেশের বিরুদ্ধে মোগা ফাইনালে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

ভারতের একাদশের শুরুতেই ওপেনিংয়ের দ্বায়িত্বে যথারীতি থাকবেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তারা দুজনেই এশিয়া কাপের শুরু থেকেই ভালো শুরু এনে দিচ্ছেন দলকে। এর মধ্যেই শিখর ধাওয়ান ও রোহিত শর্মা একটি করে সেঞ্চুরি হাাঁকিয়েছেন।

বিরাট কোহলির তিন নম্বরে ব্যাট করার দায়িত্বটাও বেশ ভালোভাবেই পালন করছেন আম্বাতি রাইডু। এরই মধ্যে টুর্নামেন্টে হাঁকিয়েছেন দুটি ফিফটি। মিডল অর্ডারে যথারীতি থাকবেন দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদভ।

বাংলাদেশকে ভাবতে হবে ভারতের বোলারদের নিয়েও। ফাইনাল ম্যাচে দুই পেসারের সাথে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। দুই রিস্ট স্পিনার কুলদ্বীপ যাদভ ও ইয়ুজভেন্দ্র চাহালের সাথে দেখা মিলতে পারে বাঁহাতি স্পিনার রবিন্দ্র জাদেজারও। আর পেস বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদভ, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইয়ুজভেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদভ ও জাসপ্রিত বুমরাহ।

Bootstrap Image Preview