Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবরি মসজিদের জমি দখলের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪০ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪০ AM

bdmorning Image Preview


ভারতের বাবরি মসজিদের জমি হুকুম দখল করতে সরকারকে অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এই রায়ের মাধ্যমে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদটি জমি হুকুম দখলের অনুমতি পেল ভারত সরকার। বিবিসি বাংলা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার সাথে বাবরি মসজিদ মামলার একটা যোগাযোগ রয়েছে। ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর মুঘোল ঐতিহ্য সপ্তদশ শতকে তৈরি ঐতিহাসিক স্থাপনা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছিল উন্মত্ত হিন্দু জনতা। এ ঘটনার পর ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা নিহত হয় প্রায় ২০০০ মানুষ।

সুপ্রিম কোর্টের এই রায়ে বলা হয়েছে, ইসলাম ধর্মে উপাসনার জন্য মসজিদ অত্যাবশ্যকীয় কিনা তার ওপর আগের এক আদালত ১৯৯৪ সালে যে রায় দিয়েছিল সেটা তারা বিবেচনা করবে না।

এখন মসজিদটির ওপর রাম মন্দির নির্মাণ করা যাবে কি না সেই সিদ্ধান্তের ওপর বৃহস্পতিবারের রায়ের একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর বলা হচ্ছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর বাবরি মসজিদ সংক্রান্ত মূল মামলার শুনানি অক্টোবরের শেষ নাগাদ শুরু হবে বলে জানা যাচ্ছে।

ক্ষমতাসীন দল বিজেপি এর আগে বলেছে, বাবরি মসজিদের জায়গাতেই তারা রাম মন্দির নির্মাণ করবে।

প্রসঙ্গত, আগামী বছর এপ্রিল বা মে মাসে ভারতের সাধারণ নির্বাচনের আগেই যদি মূল মামলার রায় হয়ে যায় সেটা বিজেপির জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Bootstrap Image Preview