Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি সাজিয়ে রোহিঙ্গা নারীকে পাচারের চেষ্টা

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ AM

bdmorning Image Preview


উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কৌশলে বাংলাদেশি সাজিয়ে এক রোহিঙ্গা নারীকে পাচারের সময় আইয়ুব আলী (২৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে তার (এসিল্যান্ড একরামুল ছিদ্দিক) নেতৃত্বে বিশেষ টহলের সময় উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে সন্দেহ হলে একটি সিএনজি থামানো হয়। পরে বেশ কিছুক্ষণ কথা বলার ওই যুবতী নারীকে রোহিঙ্গা হিসেবে সনাক্ত করা হয়।

এসময় রোহিঙ্গা যুবতীর স্বীকারোক্তির ভিত্তিতে পাচারকারী আইয়ুব আলীকে আটক করা হয়। আইয়ুব আলী কক্সবাজার শহরের কলাতলী এলাকার আমির হোসেনের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেন তিনি।

তিনি আরও বলেন, পরিচয় গোপন করে রোহিঙ্গা যুবতীকে সিএনজিতে (অটোরিক্সা) করে কৌশলে ক্যাম্প থেকে পাচার করছিল ওই পাচারকারী। ওই রোহিঙ্গা যুবতী কুতুপালং ডি-৫ এর বাসিন্দা। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Bootstrap Image Preview