Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঋণখেলাপিদের নির্লজ্জ বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৬ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঋণখেলাপিরা নির্লজ্জ তাদের মনোভাব পরিবর্তন হয়নি ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ফেরত দিতে চান না এটি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আজ থেকে ৩০ বছর আগে একজন আমাকে বলেছিল সে ঋণ নিয়েছে, কিন্তু তা ফেরত দেবে না কারণ ঋণটি অনেক কষ্ট করে নিয়েছেন ঋণ নিতে কয়টি জুতা নষ্ট হয়েছে তার হিসেবেও তিনি রেখেছিলেন ঋণগ্রহীতা বলেছিলেন, এই ঋণ আমি কোনো দিন ফেরত দেব না এখনো সে মনোভাবই রয়ে গেছে মন্ত্রী বলেন, জানি না কেন ঋণগ্রহীতারা এমন আচরণ করেন

আগামী নির্বাচনে আপনি (অর্থমন্ত্রী) প্রার্থী হবেন না, নতুন অর্থমন্ত্রী যিনি আসবেন তার জন্য কোনো বাণী থাকবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি খেলাপি ঋণ কীভাবে আদায় করা যায় বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করছি আগামী নভেম্বরে প্রতিবেদনটি আমার উত্তরীয়দের দিয়ে যাব অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের কর্মকর্তাদের সাহায্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হচ্ছে ওই প্রতিবেদনে একটা বিষয় উল্লেখ থাকবে যে, ১০ শতাংশ খেলাপি ঋণ হলেই অ্যাকশনে যেতে হবে খেলাপির হার ১০ শতাংশের নিচে নামাতে পারলে সে নিরাপত্তা

খেলাপির জন্য ব্যাংকারদের ব্যক্তিগত দায়বন্ধ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আমি ব্যাপারে বলতে পারছি না

Bootstrap Image Preview