Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৭ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারত শাসিত কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সৈন্য, এক জঙ্গি ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় অনন্তনাগে প্রথম বন্দুকযুদ্ধ হয়। দ্বিতীয় বন্দুকযুদ্ধ হয় শ্রীনগরে। তৃতীয় বন্দুকযুদ্ধ হয় বুধগামে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, অনন্তনাগের দুরু গ্রামে ভোরে এক বন্দুকযুদ্ধে এক সেনা সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে। শ্রীনগরের নুরবাগে আরেক বন্দুকযুদ্ধে একজন বেসামরিক নাগরিক নিহত হয়। বান্দিপুরার চাদুরা গ্রামে তৃতীয় বন্দুকযুদ্ধ হয়।

ভারত বিরোধী বিক্ষোভের আশংকায় কর্তৃপক্ষ এ অঞ্চলের তিনটি জেলার সবগুলোতে মোবাইল ও ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন রেখেছে।

খবরে বলা হয়, বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ প্রতিরোধে শ্রীনগরে লোকজনের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Bootstrap Image Preview