Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে ‘চোর’ বলায় কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৫ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর বলায় দেশটির উত্তর প্রদেশে কংগ্রেস নেত্রী ও সাবেক অভিনেত্রী দিব্যা স্পন্দনার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

গত ২৪ সেপ্টেম্বর টুইটারে একটি এডিট করা ছবি পোস্ট করেন স্পন্দনা। এতে দেখা যায় মোদি তার নিজের মূর্তির কপালে ‘চোর’ শব্দটি লিখছেন।

স্পন্দনার টুইটের সমালোচনা করেন অনেক বিজেপি সমর্থক। শেষমেষ উত্তর প্রদেশে লখনো পুলিশ স্টেশনে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে এনে মামলা করে আইনজীবী সৈয়দ রেজওয়ান আহমেদ।

লখনোর পুলিশ জানায়, ‘বিদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করার অভিযোগে স্পন্দনার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও ফৌজদারি আইনের ধারায় মামলা নেয়া হয়েছে।’

এর একদিন পর রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও মোদিকে চোর বলে অভিহিত করেন।

Bootstrap Image Preview