Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, আহত ৩

এইচ.এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৭ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


গাজীপুর কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল নিতে গেলে দু'পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ওই এলাকার মোঃ রহিম আলী এবং তার ছেলে শফিকুল ইসলাম ও ভাতিজা সাদ্দাম হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, মাঝুখান মৌজায় এসএ দাগ-৪৪৪, আরএস-৬০৬ দাগের ৩৫ শতাংশ জমি রেকর্ড মূলে ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিক হইয়া ভোগ দখল করে আসছেন মোঃ রহিম আলী।

একই এলাকার জাকির হোসেন গং জমির মালিক দাবি করে মঙ্গবার দুপুরে ১০-১২ জন লোক নিয়ে ওই জমিতে গিয়ে দখল করার উদ্দেশ্যে লাউ গাছের টাল দিতে গেলে জমির মালিক রহিম আলী বাঁধা দেয়।

এসময় জাকির হোসেন ও তার সহযোগীরা রহিম আলীর উপর হামলা চালায়। ওই সময় রহিম আলীর ছেলে শফিকুল এবং ভাতিজা সাদ্দাম তাকে উদ্ধার করতে এলে জাকিরের লোকজন তাদেরকে পিটিয়ে আহত করে। জাকিরের হাতে থাকা বটির কুপে সাদ্দামের মাথায় মারাত্মক জখম হয়।

তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রহিম আলী,শফিকুল ও সাদ্দামকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত জাকির হোসেন জানান, দীর্ঘদিন ওই জমিটি পারিবারিক ফারায়েজ মূলে এবং সিএস ও এসএ রেকর্ড মূলে ওই জমির প্রকৃত মালিক আমরা।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো.নজরুল ইসলাম জানান, এঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তবে জমির উপর আদালতের দেওয়া বিধি নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে উভয় পক্ষকে আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) সকার ১০টায় থানায় কাগজপত্রসহ ডাকা হয়েছে।

Bootstrap Image Preview