Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে আইন বিভাগকে হারিয়ে ফাইনালে লোকপ্রশাসন বিভাগ

আহসান নাঈম, ইবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৬ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ান আইন বিভাগকে ০৪-০২ হারিয়ে ফাইনালে উঠেছে লোক প্রশাসন বিভাগ।

আজ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে উচ্ছাস প্রকাশ করে আনন্দ শোভাযাত্রা করে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

টান-টান উত্তেজনাকর এ ম্যাচে কোন দল গোল দিতে পারেনি। ম্যাচটি গোল শূণ্য থাকায় ট্রঠনবেকারের সিদ্ধান্ত নেন রেফারী। ট্রাইবেকারে লোক প্রশাসন বিভাগ আইন বিভাগকে চারটি গোল দিয়ে বিজয় নিশ্চিত করে। এসময় আইন বিভাগ দুটি গোল করে। ট্রাইবেকারে আইন বিভাগের প্রথম দুরদান্ত কিককে কৌশলে ঠেকিয়ে দেয় গোল রক্ষক মিথুন। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বস বেড়ে যায়। পরে লোক প্রশাসন বিভাগের পক্ষে গোল করেন রাতুল, রহিত, আদনান ও গোল রক্ষক মিথুন।

জানা যায়, এর আগে লোক প্রশাসন বিভাগ বাংলা বিভাগকে ১-০ গেলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে। এরপরে হিসাব বিজ্ঞান বিভাগকে ১-০ গেলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল এবং ইতিহাস বিভাগকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লোক প্রশাসন বিভাগ। এবারে আইন বিভাগকে ৪-২ গোলের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত হয় তাদের।

উত্তেজনাপূর্ণক এ খেলায় বিজয় নিশ্চিত হওয়ার পর আনন্দের ঢল নামে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। উচ্ছাসিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করে। এতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলী, সহযোগী অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও শোভাযাত্রায় উচ্ছাসের যোগান দাতা খেলোয়াড়দের মধ্যে ইউসুফ, হাসান, আল-আমিন, সিজান, আফ্রো, হাসানুর, অসিম, থৈলা চিংসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

এদিকে দিনের অপর সেমিফাইনাল খেলায় ১-০ গোলে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংরেজী বিভাগ। ফলে লোক প্রশাসন বিভাগ ও ইংরেজী বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার এখনও তারিখ নির্ধারন করা হয়নি বলে শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়।

Bootstrap Image Preview