Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন বালিয়াডাঙ্গী'র আরও একজন মুক্তিযোদ্ধা

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নুর মোহাম্মদ নামে আরও একজন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন।

তিনি ভানোর ইউনিয়নের বিশ্রামপুর (চতরা) গ্রামের বাসিন্দা।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০.১৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান।

মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ছিলেন। তাঁর পিতার নাম মৃত জমির উদ্দীন ডিলার।

সাইদুর রহমান মুঠোফোনে জানান, বুধবার বিকাল ৫.১৫ মিনিট চড়তা বিশ্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবেএরপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

তিনি আরও বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

তার এক ছেলে গোলাম রব্বানী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছে। তিনি তাঁর পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান।

Bootstrap Image Preview