Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নিয়ে কোন্দল

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ AM

bdmorning Image Preview


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফল করার জন্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

তবে এ সভায় নব নির্বাচিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলার নেতাদের উপস্থিত থাকতে বলা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বালিয়াডাঙ্গী উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি নিয়ে কোন্দল লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও ৮ ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ এ অভিযোগ করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি প্রভাষক কৃষ্ট মোহন বলেন, আমাদের ঐক্য পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলাকালীন সময়ে গত বছর কেন্দ্রীয় কমিটি প্রতিটি জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিলেও জেলা কমিটিগুলো উপজেলা কমিটি ভেঙ্গে দিতে পারবে এমন কোন নির্দেশনা বা আলোচনা করা হয় নি।

কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি মহল গত কয়েকদিন পূর্বে উপজেলা কমিটি বিলুপ্ত করে দিয়েছে বলে ডাকযোগ একটি চিঠি গোপনে আমার নিকট আসে।

তিনি আরও বলেন, বিষয়টি আমি অবগত হবার পর ৮ ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দকে জানালে গত ১৯ সেপ্টেম্বর তারা সেই নিয়ম বহির্ভুত আহবায়ক কমিটি মানিনা বলে প্রতিবাদ সমাবেশ এবং সম্মেলনের আয়োজন করে। সেই সম্মেলনে সকলকে উপস্থিত থাকার জন্য বলা হলেও নিয়ম বহির্ভুত আহবায়ক কমিটির লোকজন উপস্থিত হয়নি।

সেই সম্মেলনের ৮ ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ ঐক্য পরিষদের সকল সদস্যগণের উপস্থিতি নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা সেই কমিটি গঠনতন্ত্র মোতাবেক গঠন করেছি এবং প্রয়োজনীয় সকল প্রমাণপত্রসহ জেলা কেন্দ্রীয় কমিটির নিকট অনুমোদন চেয়ে আবেদন করেছি। আশা করছি খুব শীঘ্রই কমিটির অনুমোদন পাব।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষ বলেন, আমরা গত বছর উপজেলার ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে কমিটি গঠন করেছি। ইউনিয়নের সেই নেতাকর্মীরা নিজেই আয়োজন করে সংগঠনের গঠনতন্ত্রী অনুযায়ী উপজেলা কমিটি গঠন করেছেন।

কয়েকদিন পর কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এলাকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের মধ্যে দ্বিমত সৃষ্টি এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। তারই প্রমাণ আজকের সমাবেশ। যে সমাবেশে শুরু থেকে সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বলা হয় নি অংশগ্রহণের জন্য। এটিই তার জ্বলন্ত প্রমাণ।

তবে নতুন কমিটি মানতে নারাজ অপর ঘোষিত আরেকটি কমিটির আহবায়ক অপূর্ব কুমার রায়।

তিনি বলেন, গত ১৮ বছর ধরে একটি অপরিপূর্ণ কমিটি দ্বারা উপজেলা পরিচালিত হয়ে আসছিল। যা কয়েকদিন হল ভেঙ্গে দেওয়া হয়েছে। কমিটি ভেঙ্গে দেবার পর আমি আহবায়ক এবং নীলকান্ত বর্মনকে সদস্য সচিব করা হয়েছে।

আজকের সমাবেশে নবগঠিত কমিটির নেতাকর্মী এবং ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বলা হয়নি এমন অভিযোগের উত্তরে তিনি জানান, ওই কমিটি অনুমোদন বিহীন একটি কমিটি। যে কমিটির অনুমোদন দেয়নি জেলার নেতারা। এখানে অনেক ঘটনা রয়েছে। আমাদের ঐক্যকে নষ্ট করার জন্য একটি মহল চক্রান্ত করছে। আমরা মানুষেরা এখন অনেক সচেতন, তারা কোনদিন আমাদের ঐক্য ধ্বংস করতে পারবে না।

উল্লেখ যে, গত ১৯ সেপ্টেম্বর গঠনতন্ত্র অনুসারে ৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। যা অনুমোদনের জন্য কেন্দ্রে আবেদন করেছেন উপজেলা নেতারা।

Bootstrap Image Preview