Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন

তমাশ্রী বসাক, জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৮ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৮ AM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও ছাত্রীকে মারধর করার প্রতিবাদে ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। মারধরের শিকার ওই দুইজন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।

এ সময় তাদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা, সাংস্কৃতিক জোট, বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতিসহ আরো কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মারুফ মোজাম্মেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাই এখন অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন সাংবাদিকের উপরে হাত তুলতেও তারা এখন দ্বিধা বোধ করে না।”

হামলাকারীদের বিচার দাবি করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গতকালকের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নজির স্থাপন করতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা জানিয়ে সাংবাদিকতা বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দীর্ঘ সময় ধরে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। যার ফলে এ ধরনের ঘটনা ঘটাতে উৎসাহিত করেছে। এ সংস্কৃতি থেকে বেরিয়ে না আসলে এমন ঘটনা ভবিষ্যতে আরো ঘটবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দীন শামসুজ্জামান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মুসা, লোক প্রশাসন বিভাগের এনামুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রিয়াজুল রশিদ প্রমুখ।

উল্লেখ্য, সোমবার বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংলগ্ন এলাকায় দুইজন বহিরাগতকে ছাত্রলীগকর্মীদের ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করতে গেলে সংগঠিত হয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহাগ এবং তাকে রক্ষা করতে আসা বিভাগের আরেক ছাত্রীকে মারধর করে তারা।

পরে মারধরের শিকার ওই দুইজন শিক্ষার্থী নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী নিজাম উদ্দিন চৌধুরী নিলয়, বাংলা বিভাগের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী শুভাশীষ ঘোষ, লোকপ্রশাসন বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী সোহেল রানা ও ইয়া-রাফিউ শিকদার আপনের নাম উল্লেখ করে উপাচার্য এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযুক্তরা সবাই শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

Bootstrap Image Preview