Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক মারধরের বিচারের দাবিতে জবির ২ শিক্ষার্থী বহিষ্কার

নিজাম্ উদ্দিন শামীম, জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১১ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১১ AM

bdmorning Image Preview


সাংবাদিকসহ কিছু শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন দর্শন বিভাগের ‘২০১৬-১৭’ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান এবং একই বর্ষের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মাসফিক খান আদর।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্ব ‘দূর্জয়’ বাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬ জন শিক্ষার্থী দলগতভাবে পড়াশুনা করছিলেন। এ সময় মেহেদী ও মাসফিক তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে। প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বহিষ্কার আদেশ দেন।

Bootstrap Image Preview