Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে মামলা শুনানি শেষে বাদীকে জুতাপিটা করলো বিবাদী'র বোন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৪ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৬ AM

bdmorning Image Preview


ঝালকাঠি কোর্টে মামলা শুনানি শেষে জেলা আইনজীবি সমিতির গেটে বাদী এসাহাক তালুকদারকে জুতাপিটা করেছ বিবাদী'র বোন রেহেনা বেগম।  

গতকাল মঙ্গলবার দুপুরে মামলার জামিন শুনানি শেষে কোর্ট থেকে বের হওয়ার সময় জেলা আইনজীবি সমিতির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, ঝালকাঠি সদর উপজেলার লেশপ্রতাপ গ্রামের রেহেনা বেগম তার ভাই মন্টু মেম্বরের সাথে একটি ফৌজদারী মামলা চলছিল। ওই মামলার জামিন শুনানী শেষে কোর্ট থেকে বের হওয়ার পথে মামলার বাদী সদর উপজেলার বাড়ইগাতি গ্রামে এসাহাক তালুকদার অশালিন মন্তব্য করে। এতে বিবাদীর বোন রেহেনা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে জুতাপেটা করেন।

রেহেনা বেগম প্রতিবেদককে বলেন, আমার ভাই মন্টু মেম্বর'র সাথে একই এলাকার এসাহাক তালুকদারের একটি ফৌজদারী মামলা চলছিল। ওই মামলার জামিন শুনানি শেষে কোর্ট থেকে বের হওয়ার পথে এসাহাক তালুকদার আমাকে আজেবাজে কথা বলে মন্তব্য করলে আমি এর প্রতিবাদ করায় আমার শরীরে হাত দেয়ার চেষ্টা করলে এক পর্যায় আমার আত্মরক্ষার জন্য আমি তাকে পায়ের জুতো দিয়ে পিটিয়ে প্রতিরোধ করি। 

অপরদিকে বাদী এসাহাক তালুকদার জানান রেহেনা বেগমের ভাইয়ের সাথে আমার মামলা থাকায় আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য রেহেনা বেগম আমাকে জুতো দিয়ে আঘাত করেছেন।

কোর্ট'র কর্তব্যরত পুলিশ অফিসার সুরমা এর সত্যতা স্বীকার করে বলেন, একটি অপ্রীতিকার ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। তাৎক্ষনিক বিষয়টি বিচারক কবির আহম্মেদ স্যারকর জানিয়েছি। বিস্তারিত শুনে তিনি ব্যবস্থা নিবেন। 

প্রত্যক্ষদর্শী কয়েক জন পথচারী জানান মহিলাকে উদ্দেশ্য করে বাদী আজেবাজে কথা বলায় মহিলা তার উপর চড়াও হয়ে জুতাপেটা করে।

Bootstrap Image Preview