Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে তুষার ঝড়ে ৩৫ শিক্ষার্থীসহ নিখোঁজ ৪৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৮ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে প্রবল তুষার ঝড়ে ৩৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন নিখোঁজ হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। সোমবার থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে হিমাচল প্রশাসন। প্রবল তুষারপাতের জেরে কোনো বিপত্তি হতে পারে বলে ধারণা করছে প্রশাসনের কর্মকর্তারা।

কয়েক দিন আগে হিমাচলের লাহুল-স্পিতি জেলায় ট্রেকিংয়ে যায় উত্তরাখণ্ডের রুরকি আইআইটি’র ৩৫ জন ছাত্রসহ ৪৫ জনের একটি দল। হাম্পা পাসে ট্রেকিংয়ের পর তাদের মানালি আসার কথা ছিল। কিন্তু সোমবার থেকেই ওই দলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না

হিমাচলের লাহুল-স্পিতি জেলায় কয়েক দিন আগে ট্রেকিংয়ে যায় উত্তরাখণ্ডের রুরকি আইআইটি’র ওই ৩৫ জন ছাত্রসহ ৪৫ জনের একটি দল। হাম্পা পাসে ট্রেকিংয়ের পর তাদের মানালি আসার কথা ছিল। কিন্তু সোমবার থেকেই ওই দলের সাথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। 

ওই দলে থাকা এক ছাত্রের বাবা রাজবীর সিংহ জানিয়েছেন, ‘রবিবারও কথা হয়েছিল। কিন্তু সোমবার অনেক চেষ্টা করেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। স্বাভাবিক ভাবেই আমরা প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছি।’

এদিকে, হিমাচলের আবহাওয়া দফতর জানিয়েছে, মানালির কাছাকাছি ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পাশাপাশি গত কয়েক দিনে আরও বেশ কিছু এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টিপাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো হিমাচল প্রদেশ। 

Bootstrap Image Preview