Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় জঙ্গীবাদ বিরোধী ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ AM

bdmorning Image Preview


ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ শীর্ষক জঙ্গীবাদ বিরোধী ’মা’ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ভালুকায় জঙ্গীবাদ বিরোধী এই সমাবেশ বিশেষ ব্যক্তিত্বগণ বক্তব্য দান করেন।

‘মা’ সমাবেশে বক্তাগণ বলেন, শিক্ষার্থীদেরকে জিপিএ-৫ পাওয়ার নেশায় আসক্ত করেছে। পড়ালেখা মানেই যেনতেন ভাবে একটা জিপিএ-৫ পেতেই হবে অন্যথায় লেখাপড়া শেষ। কোচিংবাজ এক শ্রেণির লোকজন ছাত্র-ছাত্রীর অভিভাবকদের মধ্যে ধারণা দিয়ে একটি অসম প্রতিযোগীতায় ফেলে দিয়ে এক শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়ালেখাকে আতংকিত করে তুলেছে।

বক্তাগণ বলেন, নিজের সন্তানটির স্বাভাবিক জীবন যাপনের পথ রুদ্ধ করে দিয়ে আমরাই আমাদের সন্তানকে বিপদগামী করে তুলছি। প্রকৃতির শিক্ষা থেকে বঞ্চিত হয়ে কৃত্রিম শিক্ষায় উচ্চ শিক্ষিত ছেলেটি যখন হলি আর্টিজানের মতো ঘটনা ঘটায় তখন সেই ছেলেটির পরিচয় দিতে চায়না কোনো অভিভাবক। 

বক্তাগণ আরো বলেন, আপনার সন্তানটি যখন পড়ালেখা শেষ করে ঘুমাতে চায় তখন পাশের বাড়ীর কারো উদাহারণ টেনে আবারো তাকে জাগিয়ে রাখার চেষ্ঠা করেন।

ভালুকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। মডেল সপ্রাবি’র সভাপতি কেএম নাজমুল হুদা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সহকারী কমিশনার(ভুমি) দীপায়ন দাস শুভ, মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ধীতপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেক উল্লাহ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিকদার মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মুখলেছুর রহমান মুকুল,মডেল সপ্রাবি’র প্রধান শিক্ষক নাসরিন জাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ।

Bootstrap Image Preview