Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় ঐক্য গঠনকারীদের নিউ ইয়র্কে থেকে প্রধানমন্ত্রীর সাধুবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৭ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৭ AM

bdmorning Image Preview


রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য দেখে মোটেও বিচলিত নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় ঐক্য গঠনকারী নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সাধুবাদ জানাই, তারা এক হতে পেরেছে। জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসবে। আর তারা ক্ষমতায় এলে আবারও লুটপাট শুরু হয়ে যাবে।’

তবে ঐক্য গঠনকারী উল্লেখযগ্য কয়েকজনের নেতার নাম উল্লেখ করে কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী বলেন ‘সব দুর্নীতিবাজ এখন এক হয়েছে।’

জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে লন্ডন হয়ে রবিবারই যুক্তরাষ্ট্র পৌঁছান শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ম্যানহাটানের হিলটন হোটেলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতা তাঁর কাছে ভোগের নয়। জনগণের জন্য কাজ করতেই তিনি এসেছেন।

শেখ হাসিনা আরো বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের দিনবদলের কথা বলেছিলাম। আজকে বাংলাদেশের মানুষের দিনবদল হয়েছে।’

বিএনপির ক্ষমতায় থাকার সময়ের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মা ও ছেলে দুজনই দুর্নীতি করেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে তো আমি মামলা দিইনি। মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। তারই আপনজন। দশ বছর তদন্ত চলেছে। সেই মামলায় শাস্তি হয়েছে তার।’

শেখ হাসিনা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে পাকিস্তান সরকার ও তাদের গোয়েন্দা সংস্থা যত রিপোর্ট দিত, সেগুলো সংগ্রহ করা হয়েছে। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সেসব গুরুত্বপূর্ণ দলিলের ওপর কাজ চলছে। এরই মধ্যে এক খণ্ড প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতে বাকিগুলো করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে পারবে না।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও যোগ দেবেন। রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানের উপায় খোঁজার পাশাপাশি বিশ্বব্যাপী চলমান গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বরাবরের মতো বাংলায় বক্তব্য দেবেন তিনি। ২৯ সেপ্টেম্বর তাঁর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview