Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ আফগানদের বিপক্ষে বিশ্রামে ভারতীয় একাধিক ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৮ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৮ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের সুপার ফোরের খেলায় মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচে ব্রিশ্রামে থাকতে পারেন ভারতের ক্রিকেটার।

চলতি এশিয়া কাপে আত্ববিশ্বাসের চূড়াতে রয়েছে ভারত। আসরের সবকটি ম্যাচের জিতেছেন তারা। শেষ ম্যাচেও তারা পাকিস্তানকে তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। তাই আচকের ম্যাচে তার বেশ ফুরফরে মেজাজেই আছে।

এদিকে পরপর ম্যাচ খেলার ধকল কাটাতে আব বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে পাঠাতে পারে ভারতীয় দলের নির্বাচকরা। ২৮ সেপ্টেম্বর ফাইনালের কথা মাথায় রেখে বোলার ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাকে আজ একাদশে নাও দেখা নাও যেতে পারে। 

ব্যাটিং লাইন আপেও শিখর ধাওয়ানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। নতার পরিবর্তে আজ লোকেশ রাহুলকে খেলানো হতে পারে। মিডল অর্ডারে মাণীশ পান্ডেকে দেখে নেওয়ার ভাবনা রয়েছে। নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কী দল হবে তা নিয়ে আলোচনা চলছে ভারতীয় শিবিরে। ফাইনোল উঠে যাওয়ার সুযোগ কাজে লাগাতে চাইছেন রবি শাস্ত্রী-রোহিত শর্মারা।

অন্যদিকে সুপার ফোরে শেষ ওভারে এসে পাকিস্তান ও বাংলাদেশের কাঠে টানা দুই ম্যাচ হেরেছে আফগানিস্তান। তাই আজ নিয়মরক্ষার ম্যাচ খেলবেন আফগান ক্রিকেটাররা। তাঁরাও এবারের এশিয়া কাপে চমকের পর চমক দিয়েছেন। আফগান অধিনায়ক আসগর আফগান বলছেন, 'আমরা শক্তিশালী দলগুলোর সঙ্গে খেললাম। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। পরে কাজে লাগবে। আশা করছি শেষ ম্যাচেও নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলব।'

আফগানিস্তানের রশিদ খান তো ইতিমধ্যেই এশিয়া কাপে সাড়া ফেলে দিয়েছেন। সেই রশিদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল। জানিয়েছেন, 'আমার সঙ্গে রশিদ ভাইয়ের খুব একটা দেখা হয়নি। কিন্তু ও আমার ফেবারিট। তবে, যেটুকু দেখা হয়েছে, বোলিং নিয়ে কথা বলেছি।' বোঝা গেল, ভারতের এই রিস্ট স্পিনার আফগান রিস্ট স্পিনারের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। 

Bootstrap Image Preview