Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে সরকারি রাস্তা দখল দোকান ঘর নির্মাণের অভিযোগ

মো.ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬ AM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে একটি সরকারি সড়ক দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলে গ্রামবাসীর বিঘ্ন ঘটছে বলে এলাকাবাসী জানান।

উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের অধিবাসীদের অভিযোগ, মহাদেবপুর-নজিপুর পাকা সড়ক থেকে গ্রামে ঢোকার জন্য স্থানীয় ব্র্যাক অফিসের দক্ষিণ পাশে ফাজিলপুর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানভূক্ত ১৪ ফুট চওড়া প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কের প্রবেশ পথ দখল করে স্থানীয় প্রভাবশালী উপজেলার ফাজিলপুর (আমবাগান) গ্রামের মৃত প্রদীপ রায়ের পুত্র কাঞ্চন রায় ওরফে পাখি সম্প্রতি দোকান ঘর নির্মাণ শুরু করেন। সড়ক দখল করার কারণে জনদুর্ভোগ বেড়েই চলছে। এ ব্যাপারে শিবপুর গ্রামের ৩২ জন  অধিবাসী পাখী রায়ের দোকান ঘর নির্মাণ কাজ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়া গ্রামবাসীর পক্ষে শিবপুর গ্রামের নজরুল ইসলাম বাদী হয়ে পাখি রায়ের বিরুদ্ধে গত ২৪ মে নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, প্রায় ৪৭ বছরের পুরোনো ওই রাস্তা দিয়ে এলাকার প্রায় ৩ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কটি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা সদরের স্থানীয় লোকজন যাতায়াত করেন। কাঁচা হলেও এই সড়কে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু সরকারি রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করার কারণে জনদুর্ভোগ বাড়ছে।

শিবপুর গ্রামের বাসীন্দা মাহবুব মিঞা বলেন, জন্মের পর থেকে তারা ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। রাস্তাটি এভাবে কেউ দখলের চেষ্টা করবে তা তিনি ভাবতেও পারেননি। একই গ্রামের নজরুল ইসলাম বলেন, এ রাস্তা পাখি রায় কোনভাবেই দখল করতে পারেন না। রাস্তাটি রক্ষা করা খুবই দরকার। অন্যথায় এলাকার লোকজনের চলাচলের উপায় থাকবে না। তারা এ ব্যাপারে উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। দখলকারী কাঞ্চন রায় ওরফে পাখির সাথে যোগাযোগ করা হলে তিনি রাস্তা দখলের কথা অস্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview