Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বাসচাপায় ট্রাফিক পুলিশ নিহত, একই দিনে ৪ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৮ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীতে শ্যামলী পরিবহনের বাসের চাপায় নিহত হয়েছেন আমান উল্লাহ (৫২) নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল।

রবিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলশী থানাধীন ইউএসটিসি হাসপাতাল ও ফয়’স লেকের সামনে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূইয়া এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাত সাড়ে নয়টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস নগরীতে প্রবেশের সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল আমান উল্লাহকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ওসি শেখ নাসির উদ্দিন মানবকন্ঠকে বলেন, নিহত আমান উল্লাহর কনস্টেবল নাম্বার-১৮৬৯। তিনি বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক এবং হেলপার পালিয়েছে। বাসটি আটক করেছে পুলিশ।

এদিকে এর আগে ওই দিন বিকাল ৫টায় চট্টগ্রামের সিআরবিতে বাস চাপায় নিহত হয়েছেন আলমগীর হোসেন (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক। একইদিন ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. ফারদিন (১৭) ও সিএসজি চালক মো. হানিফ (৩৮)। তারা গত শনিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর পাচঁলাইশ থানার দি কিং অব চিটাগাং এর সামনে ত্রি-মুখী সড়ক দুর্ঘটনায় পতিত হন।

Bootstrap Image Preview