Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাথুরুসিংহের বিশ্বাসঘাতকতায় বলির পাঁঠা ম্যাথুজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


চলতি এশিয়া কাপে একটি ম্যাচেও না জিততে পারেনি শ্রীলংকা।গ্রুপ পর্বের দুটি ম্যাচেই তারা লজ্জার হার হেরেছে। যার জন্য শূন্য হাতেই এশিয়া কাপ ছেড়েছে লংকানরা।পাঁচবারের শিরোপা জয়ী শ্রীলংকার এমন বিদায়ের পর বুঝাই যাচ্ছিলো দলে আসতে পারে  বিরাট পরিবর্তন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ড বলেছে,‘ জাতীয় নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন যে, আসন্ন ইংল্যান্ড সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল একই সাথে তারা অ্যাঞ্জেলা ম্যাথুজকে অনতি বিলম্বে ওয়ানডে টি-টুয়েন্টির অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার অনুরোধ করেছে

এরপর ম্যাথুজ ক্ষোভ প্রকাশ করেছেন বোর্ডের প্রধান নির্বাহীর কাছে তার পাঠানো এক চিঠিতে, যেখানে তিনি জানিয়েছেন হাথুরুর বিশ্বাসঘাতকতার শিকার তিনি এছাড়া তাকে বলির পাঁঠাও বানানো হয়েছে বলে তিনি জানান

চিঠিতে ম্যাথুস লিখেছেন, ‘গত ২১ সেপ্টেম্বর শুক্রবার এসএলসিতে এক বৈঠকে নির্বাচকমণ্ডলী এবং জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত ছিলেন তারা আমাকে শ্রীলংকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন তাৎক্ষণিকভাবে বিস্মিত হয়েছি এবং আমার মনে হয়েছে, এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে গোটা শ্রীলংকার দলের বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে আমি দায় নিতে প্রস্তুত তবে শুধু আমার ওপর দায় চাপালে সেটি বিশ্বাসঘাতকতা এবং আমাকে সরানোর চেষ্টা বলেই মনে হয়

Bootstrap Image Preview