Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য শামশুল ইসলাম কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম প্রতিনিধিঃ

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও মাওলানা আ ন ম শামশুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন রাজনৈতিক মামলায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত স্পেশাল-১ এর বিচারক ইসমাঈল হোসেনর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

মাওলানা শামশুল ইসলামের আইনজীবী এডভোকেট মঞ্জুর আহমদ আনসারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনের ৫টি মামলায় শামশুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চার্জশিটে দেয়া হয়েছে। উচ্চ আদালতে এসব মামলা টিকবে বলে মনে হয় না।

পুলিশ জানায়, নাশকতা ও ভাঙচুরসহ মওলানা শামসুল ইসলামের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিকে আত্মসমর্পণকালে তার সাথে আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক, নায়েবে আমীর মোহাম্মদ ইছহাক, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবচার, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী, মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কলাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক এস এম লুৎফর রহমান, রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সেলিম পাটওয়ারিসহ অনেকে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview