Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘শিক্ষক হতে চাই না, বাড়ি ফিরতে চাই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ নিয়ে সংঘাতের জেরে ভারতের উত্তর দিনাজপুরের ইসলামপুর এখন রণক্ষেত্র। স্থানীয় দাড়িভিটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ।

সংঘর্ষে পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক সাবেক ছাত্রের। শুক্রবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তাপস বর্মন নামে আরও এক যুবকের মৃত্যু হয়। দ্বারিভিটার বাসিন্দা তাপসও ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন।

উর্দু শিক্ষক সানাউল্লা রহমান এবং সংস্কৃতের তোরাঙ্গ মল্লিকের নিয়োগ নিয়ে শুরু সংঘাত। সে দিন সকালে তারা দু’জনেই চাকরিতে যোগ দিতে ওই স্কুলে গিয়েছিলেন। সরকারি নিয়ম মেনে যোগও দিয়েছিলেন।

কিন্তু তাদের চাকরিতে যোগ দেয়ার বিরোধিতা করে স্কুলে ও এলাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়। দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে যোগ দিতে যাওয়া উর্দু শিক্ষক মহম্মদ সানাউল্লা রহমানি, ইসলামপুর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেখানে এক গোপন ডেরায় বসে জানিয়েছে, তিনি আতঙ্কে আছেন।

তিনি বলেন, ঘরের দরজা, জানালাও খুলতে ভয় পাচ্ছি। উত্তেজনা তৈরি হওয়ার পরে তাকে লাঠি দেখিয়ে স্কুলের প্যাডে ‘চাকরি করব না’ মুচলেকা লিখতে বাধ্য করে শিক্ষার্থীরা।

কথা বলতে বলতে কেঁদে ফেলেন সানাউল্লা। বলেন, ওখানে চাকরি করতে যেতে ভয় পাচ্ছি৷ আমার পরিবার কলকাতায় অসহায় অবস্থায় আছে।

Bootstrap Image Preview