Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পানির নীচে ডুব দিয়ে টানা ২ ঘণ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৫ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডুব দিয়ে টানা ঘণ্টা পানির নীচে থেকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার মিজানুর রহমান চৌধুরী তিনি মৎস্যমানব নামে পরিচিত। দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারেন তিনি তার এই কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে নওগাঁবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন এবং ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে

নওগাঁর একটি স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনএকুশে পরিষদএর ২৫ বছর পূর্তিতে মৎস্য মানবের ডুব প্রদর্শনের আয়োজন করেন

গত শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নওগাঁ শহরের ড্যাফোডিলস স্কুলের পাশে গাঁজা সোসাইটি পুকুরে ডুব প্রদর্শনের আয়োজন করা হয় পুকুরে সাঁতার প্রতিযোগিতা শেষে তিনি একটানা দুই ঘণ্টা পানির নিচে এই নৈপুণ্য প্রদর্শন করেন

তবে পানির নিচে বাঁশের একটি খুঁটিতে বাঁধা চেয়ারে দীর্ঘসময় বসেছিলেন কিছু সময় পর পর হাত উঁচু করে সবার দৃষ্টি কাড়ছিলেন এবং হাত তালি দিতে বলছিলেন

ডুবে থাকা অবস্থায় আগত অনেকেই টাকাসহ বিভিন্ন কিছু দিয়ে সম্মানিত করছিল পানির থেকে ডাকা হলে তিনি বুঝতে পেরে হাত বাড়িয়ে দিতে টাকা নেন এবং করমর্দন করেন আর চেয়ারে বসেই তিনি আপেলসহ অন্যান্য খাবার গ্রহণ করেন

ডুব প্রদর্শন দেখতে পুকুরের চারপাশে কয়েক হাজার নারী-পুরুষ, শিশু বৃদ্ধের আগমন ঘটে উপলক্ষে সেখানে এক গ্রামীণ মেলা বসে দীর্ঘ সময় মিজানুর রহমান চৌধুরীর পানিতে ডুবে থাকায় আগতদের মনে নানান প্রশ্ন দেখা দেয়

মৎস্য মানব মিজানুর রহমান চৌধুরী বলেন, আমার ডুবে থাকা দেখে মানুষ আনন্দ পায় জীবনে অনেক কিছুই পেয়েছি এখন জনগণের সেবা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি সেই সাথেগিনেস বুকেনাম লেখানো এবং এক ডুব দিয়ে ইংলিশ চ্যানেল পার হওয়ার ইচ্ছা পোষণ করেন

বর্তমানে তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর এআর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন ২০০০ সালের মে মাসে চাঁদপুরের মতলব উপজেলায় কচুয়া সরকারি হাইস্কুল মাঠ সংলগ্ন পুকুরে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পানিতে ডুবে থাকায় তাকে মৎস্য মানব আখ্যায়িত করা হয়

ডুব প্রদর্শন শেষে সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান

এছাড়া অনুষ্ঠানে পুলিশ সুপার ইকবাল হোসেন, পরিষদের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দীন, ড্যাফোডিলস স্কুলের অধ্যক্ষ মাহবুব আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Bootstrap Image Preview