Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশজুড়ে ধর্ষণ রুখতে পর্ন সাইট বন্ধের ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৬ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি নেপালে বৃদ্ধি পেয়েছে ধর্ষণ এবং খুনের ঘটনা। আর তা রুখতে এবার দেশজুড়ে পর্নসাইটগুলি বন্ধের নির্দেশ জারি করেছে নেপাল সরকার। শুক্রবার সরকারের পক্ষ বিবৃতি জারি করে একথা ঘোষণা করা হয়েছে। ফলে সে দেশে আর কোনও পর্নসাইট চালু থাকবে না। প্রকাশ করা যাবে না কোনও পর্নোগ্রাফি। 

এসব ঘটনা রুখতে 'পর্ন সাইট' বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।পর্নসাইটগুলি বন্ধের নির্দেশ জারি করেছে সরকার। গত শুক্রবার এক ঘোষণায় এ নির্দেশনা জারি করা হয়। 

সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, সবধরনের পর্নসাইটকেই ব্লক করে দেওয়া হবে। 

নেপালের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুরুচিপূর্ণ কোনো ছবি তৈরি কিংবা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ।সেগুলো যাতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের হাতে না পৌঁছায় সেজন্য এ ধরনের সমস্ত ওয়েবসাইটকেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Bootstrap Image Preview