Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালা সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন

এস এম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:০১ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:০১ PM

bdmorning Image Preview


তালায় সরকারি কলেজে কর্মরত বেসরকারি (মাষ্টাররোলে) কর্মচারীদের চাকুরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টায় তালা সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন।

তালা সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি মোঃ মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুন নাহারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, তালা সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সদস্য পরিমল মন্ডল, মোঃ তৌহিদুর রহমান, রহিমা খাতুন, শাপলা বেগম, রমেছা খাতুন প্রমুখ।

মানববন্ধনে তালা সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর সমিতির সভাপতি মোঃ মুসফিকুর রহমান বলেন, সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি (মাষ্টাররোলে) কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকুরি সরকারিকরণ করতে হবে, চাকুরি সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের নিকট বেসরকারি কর্মচারীদেরকে সরকারিকরণের ক্ষমতা দিতে হবে। এই তিনটি দাবিসমূহ না মানা হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।

Bootstrap Image Preview