Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গ্রেফতার দুই নাইজেরিয়ান

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫০ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভিটাস উইন্না ও ওলাটুমদে টিমোথি নামে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছয়টি পাসপোর্ট, পাঁচটি মোবাইল ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। আটকদের দু্জনের বাড়ি নাইজেরিয়ার ইহিয়ালা অঞ্চলে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরানুল্লাহ সরকার জানান, ভারত থেকে বেশকিছু বিদেশি নাগরিক পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে- এমন গোপন সংবাদে বিজিবির একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালায়। এসময় ভিটাস উইন্না ও ওলাটুমদে টিমোথি নামে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন বিজিবির কমান্ডিং অফিসার।

Bootstrap Image Preview