Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:০২ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭টি মাদক মামলার আসামি মিজানুর রহমান মিজান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী মিজান ওই এলাকার মৃত হোসেন আলী দালালের ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি মাদক ব্যবসায়ী চক্র দুর্গাপুর অতিক্রম করছে- এমন খবরে উত্তর গোবদা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা করলে পুলিশ শর্টগানের দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মিজানের দুই পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview