Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক সম্পূর্ণ পরিহার করতে হবে: শিল্পমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯ PM

bdmorning Image Preview


ঝালকাঠি প্রতিনিধি:

মাদককে সম্পূর্ণ পরিহার করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুতিনি বলেনআমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংশ করার জন্য মাদক ঢুকিয়ে দেয়া হচ্ছে আর জন্যই মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স

রবিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোর-কিশোরী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেনবাংলাদেশ কারো দয়ায় প্রতিষ্ঠিত হয়নি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে অর্জন করতে হয়েছ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কখনোই চায় না আমাদের দেশ এগিয়ে যাক দেশের মানুষ ভাল থাকুক এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিল্পমন্ত্রী

ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে’ কিশোর কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচির আওতায় ঝালকাঠিতে জেলা পর্যায়ে কিশোর-কিশেরী সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠি জেলা প্রশাসন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সম্মেলনের আয়োজন করে

জেলা প্রশাসক মো. হামিদুল হক অনুষ্ঠানে সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন

সম্মেলনকে ঘিরে দিনব্যাপী কিশোর-কিশোরীদের আলোচনাখেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান মালা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়

জেলার ৩০টি ৩২ জন করে মোট ক্লাবের ৯৬০ কিশোর-কিশোরী সম্মেলনে অংশ নেয় এ ছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অংশ নেয়

Bootstrap Image Preview