Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসপির সাথে হাজার শিক্ষার্থীর শপথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩২ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩২ AM

bdmorning Image Preview


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে মাদক, নারী নির্যাতন, ও জঙ্গিবাদ বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার পুলিশ সুপার সামসুন্নাহারের সাথে উপজেলার ১ হাজার শিক্ষার্থী মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ রুখতে শপথ গ্রহণ করে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে যান পুলিশ সুপার সামসুন্নাহার। সেখানে ওই কলেজের ৬'শ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ২'শ ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২'শসহ মোট হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের পর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার।

সামসুন্নাহার বলেন, আজকে তোমরা এখানে যারা দাঁড়িয়ে, কালকে তোমরাই এই দেশটাকে পরিচালনা করবে। তাই সমাজের নানা অসঙ্গতি দূর করে তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে। আর সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদের বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে। সামাজিক এই ব্যাধিগুলো রুখে দিয়ে সমাজটাকে বদলে দিতে হবে। কারণ তোমরাই সমাজকে বদলে দিতে পারো। তবে তার আগে নিজেদের বদলাতে হবে।

তিনি বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন কোন কারণে ভেঙে গেলে, নিজে ভেঙে পড়লে চলবে না। থেমে থাকা যাবে না। আবার নতুন স্বপ্ন দেখতে হবে। কারণ তোমাদের দিকেই দেশ তথা জাতি তাকিয়ে। পরে তিনি শিক্ষার্থীদের মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে শপথবাক্য পাঠ করান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

Bootstrap Image Preview