Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে জেলেসহ নিখোঁজ দুই ট্রলারের সন্ধান মিলেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৪ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ৩৩ জেলেসহ নিখোঁজ ট্রলার দুটির সন্ধান মিলেছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ এসব ট্রলারের জেলেরা যোগাযোগ করে তাদের অবস্থান নিশ্চিত করেছে। নিখোঁজ এসব জেলেদের সন্ধান পাওয়ায় পরিবারের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

এদিকে, ভারতীয় সীমান্তের কাছাকাছি কুয়াকাটার একটি ট্রলার ডুবির ঘটনায় ১৫ জেলে উদ্ধার হলেও এখনো এক জনের খোঁজ পাওয়া যায়নি।

এফবি আশ্রাফুলের মালিক হাবিব মোল্লা ও এফবি বশার মোল্লার মালিক মনির মোল্লা জানান, বুধবার বিকেল থেকে দফায় দফায় দমকা ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারী বৃষ্টিপাতের সাথে সাগর উত্তাল হয়ে ওঠে। এ সময় ঢেউয়ের তোরে টিকতে না পেরে জীবর ও সম্পদ রক্ষায় সুন্দরবনের কাছাকাছি একটি খালের মোহনায় গিয়ে আশ্রয় নেং এফবি আশ্রাফুল ও এফবি বশার মোল্লার ৩৩ জেলে। মোবাইল নেটওয়ার্ক এর আওতায় না থাকায় তারা য়োগাযোগ করতে পারেনি।

পটুয়াখালীর মহিপর ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু গাজী জানান, এফবি ইশরাত জাহান নামে ১৬ জেলে নিয়ে ভারতীয় সমুদ্র সীমায় গিয়ে ডুবে যায়। ডুবে যাওয়া এ ট্রলারের ১৫ জেলেকে ভারতীয় জেলেদের একটি ট্রলার উদ্ধার করলেও এক জেলে এখনও নিখোজ রয়েছে।

উদ্ধার হওয়া জেলেদের সাথে কথা বলে জানা যায়, অসুস্থ এসব জেলেরা বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Bootstrap Image Preview