Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়ায় বেগম আশরাফুন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় নাড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদী ভাঙনে যারা ভিটাবাড়ি হারিয়েছেন পুনরায় তাদের ভিটাবাড়ি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা আমরা করবো। তুমি যাও সেখানে গিয়ে তাদেরকে আমার সালাম দিয়ে বলবে নড়িয়া আমার এলাকা, আর এই এলাকার মানুষের সকল দায়িত্ব আমার। তাই যেকোনো মূল্যে তাদের পূর্বের ভূমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভাগ্যের সাথে বাংলাদেশের জনগণের ভাগ্য একই সুতোয় গাঁথা। তাই প্রধানমন্ত্রী ভালো থাকলেই বাংলাদেশর জনগণও ভালো থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল ওহাব বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী আবুল হাশেম পাইক, নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানা ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক জহিরুল ইসলাম সিকদার প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমসহ সকলেই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

Bootstrap Image Preview