Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় পৃথক ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় পৃথক ঘটনায় সাহাপাড়া, রামচন্দ্রপুর ও ঘাগোয়া ইউনিয়ন থেকে দুই গৃহবধূসহ তিন জনের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থান থেকে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বলেন, সকালে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের বাঁধ সংলগ্ন একটি ডোবায় এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

এদিকে সকালে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল কালাম আজাদ মিয়ার ছেলে রায়হান মিয়ার বাড়ি থেকে তানজিলা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর থেকে রায়হান মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। তানজিলা একই ইউনিয়নের কোমরপুর গ্রামের তারা মিয়ার মেয়ে এবং লক্ষীপুর গ্রামের রায়হান মিয়ার স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, তানজিলাকে মারপিটেরপর শ্বাসরোধে হত্যা করে গলায় উড়না পেচিয়ে ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে তার লাশ। এ ঘটনায় তানজিনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চরুয়াপাড়া এলাকা থেকে আনোয়ারা বেগম (৪২) নামে আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আনোয়ারা বেগম একই এলাকার আব্দুল জলিল মিয়ার স্ত্রী।

এটি হত্যা না আত্মহত্যা জানতে চাইলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দিবাকর চন্দ্র বলেন, ঘটনার সম্পর্কে স্থানীয়রা কেউ কথা বলতে রাজি হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে। এ ঘটনায় আনোয়ারার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview