Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার নিয়ম বহির্ভূত ভাবে আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদ জানিয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার সকল হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট্রান সম্প্রদায়।

বুধবার দুপুর দেড়টার সময় উপজেলার ৮ ইউনিয়নে গঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের আয়োজনে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার একটি কুচক্রী মহল এ সংগঠনটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য রাতের আধারে সাংগঠনিক নীতিমালা ভঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। আমরা এই পকেট কমিটি মানিনা।

বক্তারা আরও বলেন, আমরা এখন সচেতন সম্প্রদায়। আমাদের কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে চাইলে আমরা তার কড়া জবাব দিবো।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview