Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুখ থুবরে পড়েছে হরিপুরের স্বাস্থ্য কমপ্লেক্সটি

 জসীম উদ্দীন ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ AM

bdmorning Image Preview


হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ডিএসএফ এর কার্যক্রম চালু থাকার পরও দীর্ঘদিন যাবত গাইনি ডাক্তারের ২ টি পদ শূণ্য থাকায় মুখ থুবরে পড়েছে এর কার্যক্রম।

সারাদেশের ৬৪ টি জেলার মধ্যে মাত্র ৫৩ টি উপজেলায় এই ডিএসএফ এর কার্যক্রম চালু হয়।

হরিপুর উপজেলার প্রায় দুই লক্ষ মহিলা ও শিশুর চিকিৎসার একমাত্র অবলম্বন হরিপুর উপজেলা স্বাস্থ্য বেহাল দশা থাকায় তেমন কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা।

নাজমা, সুইটি আক্তার, লাইলিসহ অনেকে গর্ভবতী ও প্রসূতী মা জানান, গাইনি, অবশ ও শিশু ডাক্তার না থাকায় আমাদের পরতে হয় অনেক ঝামেলায়। ঠিক মতো হচ্ছে না কোন চিকিৎসা।

২০১১ সালের ৩ ফেব্রুয়ারি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ডিএসএফ কার্যক্রমের উদ্বোধন করেন। ২/১ বছর কর্মসূচি সফলভাবে চললেও পরে গাইনি ও অবশ ডাক্তারের অভাবে থমকে যায় এই কার্যক্রম।

ভাড়াটে ডাক্তার দ্বারা এর কাজ চলছিল, কিন্ত এখন তাও নেই। গাইনি, অবশ ও শিশু ডাক্তার না থাকায় ডিএসএফ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গর্ভবতী ও প্রসূতী মায়েরা।

গর্ভবতী ও প্রসূতী মায়েদের বাধ্য হয়ে হাতুরে ডাক্তার, কবিরাজ এবং অদক্ষ বা ক্লিনিকগুলোতে যেতে হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন তারা।

হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২১ জন ডাক্তার থাকার কথা থালেও গাইনি, অবশ ও শিশু ডাক্তারসহ ১৮ পদে ডাক্তার নেই। আছে মাত্র কর্মরত ৪ জন ডাক্তার।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাক্তার আব্দুল সামাদ (টিএইচএ) জানান, স্বাস্থ্য বিভাগের ডাক্তার সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি মুঠো ফোনে জানান, জরুরি ভাবে পদক্ষেপ নেওয়া হবে।                                                                           

Bootstrap Image Preview