Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি;  অস্ত্রের মুখে নগদ টাকাসহ মালামাল লুট

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৯ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৯ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ পৌর এলাকার গোসাইপুর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা ওই পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি নগদ টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইপুর (আসকরনগর) এলাকার আব্দুল খালেকের পুত্র ব্যবসায়ী ফেরদৌস আহমেদ গতকাল সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে রাত ১১টার সময় পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। 

পরে রাত প্রায় আড়াইটার দিকে ১০/১৫ জনের একদল মুখোশদারী ডাকাত ভেতরে প্রবেশ করে ফেরদৌস আহমেদ তার পিতা আব্দুল খালেক ও তার অসুস্থ্য মা সহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা স্বর্ণালংকার সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি এলাকার লোকজনকে জানানো হয়।

মঙ্গলবার সকালে খবর পেয়ে সদর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এলাকাবাসীর ধারণা, মাদকসেবী যুবকরা ডাকাতদের সাথে মিলে এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় ফেরদৌস আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ১০/১৫ জন ডাকাতের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেছেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Bootstrap Image Preview