Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে ১৬টি কিন্ডারগার্ডেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৮ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৮ AM

bdmorning Image Preview


ভৈরবে ১৬টি কিন্ডারগার্ডেন স্কুলের ৫৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে ভৈরব কিন্ডারগার্ডেন এসোসিয়েশন অায়োজনে সংর্বধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  

কিশোরগঞ্জের ভৈরবে কিন্ডারগার্ডেন এসোসিয়েশন অধিভুক্ত কিন্ডারগার্ডেন সমূহের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

কিন্ডার গার্টেন এসোসিয়েশন ভৈরব শাখার সভাপতি আশাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ প্রমুখ।

জানা যায়, ভৈরবে কিন্ডারগার্ডেন এসোসিয়েশন আওতাভুক্ত ৬০টি স্কুল রয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১৬টি স্কুলের অংশ গ্রহণ করে। ১৬টি স্কুলের মধ্যে ৫৫ জন বৃত্তিপ্রাপ্ত  ছাত্রছাত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যক শিক্ষার্থীকে এক হাজার টাকার বৃত্তিসহ ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

অালোচনা সভায় অতিথি তাদের বক্তব্যে বলেন, কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। বিশেষ প্রশিক্ষক দ্বারা উপজেলার সকল স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান তিনি। 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিপ্রসাদ হাইস্কুল প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সাবেক সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ।

Bootstrap Image Preview