Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মরণব্যাধিতে আক্রান্ত দুই মুমূর্ষ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬ AM

bdmorning Image Preview


মরণব্যাধিতে আক্রান্ত দুই মুমূর্ষ শিক্ষার্থী পাশে আর্থিক সহায়তা নিয়ে দাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের অভিভাবকদের হাতে নগদ অর্থ হস্তান্তর করা হয়। 

ওই দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন মন্ডল ও ঢাকা এনাম মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী রিয়াদ বিন রফিক। 

ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম তাদের অভিভাবকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী সবুজ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, জুবায়ের আল মাহমুদ, তুষার রাজ, মাজেদুল হক সাচ্চু, সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ আল সাবা, আপেল, রানা, রিয়াদ, তানভীর প্রমুখ।

জানা যায়, ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন মন্ডল কিডনি রোগে আক্রান্ত হয়ে তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। তার চিকিৎসার জন্য ২২লক্ষ টাকা প্রয়োজন। প্রাথমিকভাবে ১৫লক্ষ টাকা ম্যানেজ করা হলেও এখনো ৭লক্ষ টাকা প্রয়োজন তার। এমতাবস্থায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ৯হাজার ২শত টাকা প্রদান করে।

ওই শিক্ষার্থীর পক্ষে সহায়তা গ্রহণ করেন, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান।

এদিকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা এনাম মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী রিয়াদ বিন রফিককেও আর্থিক সহায়তা প্রদান করেছে ছাত্রলীগ। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রিয়াদের চিকিৎসার জন্য ৭ হাজার ৩’শ টাকা প্রদান করে তারা। রিয়াদের পক্ষে সহায়তা গ্রহণ করে্‌ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাম্মি দৃষ্টি।

জানা যায়, তার পরিবার চিকিৎসা ব্যয় গ্রহণ করতে গিয়ে অসহায় হয়ে পড়লে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থ সংগ্রহ করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তার পাশে দাড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসব অর্থ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভিন্ন বিভাগ থেকে সংগ্রহ করেন তারা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, দুই শিক্ষার্থীর সুস্থতার জন্য সামান্য সহায়তা করা হলো। ইবি ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থী ও আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

Bootstrap Image Preview