Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কাঁঠালডাঙ্গী-চৌরঙ্গী সড়ক

জে.ইতি, (হরিপুর) ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৬ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী-চৌরঙ্গী মেন্দ্ররগাঁও জিগাঁ নামক স্থানের রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে জানা যায়, ভাতুরিয়া ইউনিয়নের লোকজনসহ রাণীশংকৈল, পীরগঞ্জ উপজেলার অনেক লোকজন এই রাস্তা হয়ে হরিপুরসহ হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করে।

অপরদিকে হরিপুর উপজেলার পশ্চিম এবং চৌরঙ্গী এলাকার লোকজন কাঁঠালডাঙ্গীবাজার, রাণীশংকৈল এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করে। কৃষি ভিত্তিক অঞ্চল হওয়ায় প্রতিনিয়ত যানবাহান চলাচল করে। ধান, গমসহ নানা ধরনের খাদ্যসামগ্রী নিয়ে এই রাস্তায় যান চলাচল করে। অনেক সময় রাস্তার ভাঙা গর্তে ভারী গাড়ি পড়ে গিয়ে বিপদগ্রস্ত হয়।

এলাকাবাসী জানায়, রাতের আঁধারে গর্তের মধ্যে বিভিন্ন যানবাহন পড়ে প্রাণনাশের সম্ভাবনা দেখা দেয়। অনতিবিলম্বে রাস্তাটি মেরামত করা না হলে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। রাস্তাটির দ্রুত মেরামত করার আকুতি জায়ায় এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বর্তমানে বর্ষাকাল চলছে রাস্তার কাজ করতে সমস্যা হয়। তাই কয়েকদিন পর কাজ করে সাধারন মানুষের সমস্যা সমাধান হবে।

Bootstrap Image Preview