Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব শর্ত পূরণ করেও জাতীয়করণে বাধা রানীশংকৈল ডিগ্রী কলেজ

খুরশিদ আলম শাওন, (রানীশংকৈল) ঠাকুরগাও প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


জাতীয়করণ নীতিমালা অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকা শর্তেও জাতীয়করণের ঘোষণায় এখনও নাম নেই ঠাকুরগায়ের রানীশংকৈলের স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষার আলো ছড়ানো উপজেলার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রানীশংকৈল ডিগ্রী কলেজের।

জাতীয়করণের প্রাথমিক তালিকায় সমগ্রহ দেশের কলেজের সাথে রানীশংকৈল ডিগ্রী কলেজের নাম ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে সম্প্রতি ২৭১টি কলেজ জাতীয়করনের প্রজ্ঞাপনে রানীশংকৈল ডিগ্রী কলেজের নাম নেই।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে যে কলেজ মাঠে এসে চার উপজেলার মানুষ নিয়ে জনসভা করেছিলেন সেই কলেজের নাম রানীশংকৈল ডিগ্রী কলেজ। অথচ এই কলেজটিই জাতীয়করণ না হওয়ায় আমরা হতাশ। এলাকাবাসীর দাবি অতি শ্রীঘই কলেজটি জাতীয়করণে ঘোষণা করা হোক।

কলেজ সূত্রে জানা যায়, ১৯৭২ সালে স্থানীয় আলীগ নেতা মরহুম আলী আকবর এমপির সার্বিক সহযোগিতায় স্থাপিত হয় রানীশংকৈল ডিগ্রী কলেজ। বর্তমানে এই কলেজ পাঁচ একর জমির উপরে ৭টি বহুতল ভবনসহ এইচএসসি ডিগ্রী ও অর্নাস কোর্সে প্রায় পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী ও প্রায় শতাধিক শিক্ষক রয়েছে। আরো রয়েছে শিক্ষার্থীদের জন্য বিএনসিসি ও রোর্ভাস প্রশিক্ষনের ব্যবস্থা এছাড়াও গার্লস ইন রোর্ভাস প্রশিক্ষণের ব্যবস্থা।

২০১৫ সালে জাতীয়করণের তালিকায় আবেদন করে রানীশংকৈল ডিগ্রী কলেজ যার নং ৫৭। এরপর প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে সমগ্র দেশের জাতীয়করণের প্রাথমিক তালিকায় রানীশংকৈল ডিগ্রী কলেজের অবস্থান ছিল ১২৩ নম্বরে। সব ঠিক ঠাক ছিলো কিন্তু হঠাৎ করেই জাতীয়করণের তালিকা থেকে বাদ দিয়ে স্থগিত করা হয় জাতীয়করণের কার্যক্রম। স্থগিত আদেশ পাওয়ার পর ফুসে উঠে রানীশংকৈলের সর্বদলীয় মানুষ। এ নিয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে রানীশংকৈলবাসী।

উপজেলা আলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সফিকুল আলম বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নে এই উপজেলায় শিক্ষার আলো ছড়াতেই প্রতিষ্ঠা করা হয় এই কলেজ। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে রানীশংকৈলে এসে যেখানটায় দাড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেটিই হচ্ছে রানীশংকৈল ডিগ্রী কলেজ। আর এই কলেজ জাতীয়করণ হচ্ছে না এটি দুঃখজনক।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, আমরা আশাবাদী আমাদের কলেজটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবকিছু বিবেচনা করে অবশেষে জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করার সম্মতি দিবেন।

ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী মুঠোফোনে বলেনঅজ্ঞাত কারণে রানীশংকৈল ডিগ্রী কলেজের জাতীয়করণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, আশা রাখি খুব শ্রীঘই জাতীয়করণের চুড়ান্ত তালিকায় কলেজের নাম উঠে আসবে।

Bootstrap Image Preview