Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের সংস্কার নেই

রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভাদুরিয়া বাজার হতে মতিহারা বাজার পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশ ও ভাদুরিয়া বাজারের পূর্বের অংশের সড়কের অবস্থা বর্তমানে এতটায় শোচনীয় যে সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল অসম্ভব হয়ে পড়ে।

মালবাহী ট্রাক সড়কের মাঝে সৃষ্ট গর্তে পড়ে গিয়ে আটকে যাওয়ার মত ঘটনা বেড়েই চলেছে। এছাড়াও এইসব খানা খন্দে পড়ছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যানবাহন। যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট আর ছোট সব দুর্ঘটনা। এ সবের কারণে প্রায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক, দূর-দূরান্তের যাত্রী ও পথচারীদের।

সরেজমিন দেখা যায়, সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ভাদুরিয়া-মতিহারা সড়কের বিভিন্ন অংশ। দুর্ঘটনার ভয়ে যানবহন ধীরে ধীরে চলাচল করছে।

ভাদুরিয়া বাজারের রেজাউল ইসলাম বললেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, হলার, মাইক্রো, সিএনজি অটোসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। দুই বছর ধরে রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে। মাঝে মধ্যে সওজ বিভাগের লোকজন ভাঙাচোরা ইঁট বিছিয়ে দিয়ে কোনো রকমে রাস্তাটির অস্থায়ী মেরামত কাজ করে চলে যায়। ফলে সপ্তাহ যেতে-না-যেতেই আগের অবস্থার চেয়েও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রাস্তাটি।

কয়েকজন সিএনজি চালক বলেন, সড়কটিতে লোক দেখানো মেরামত করা হয়। ফলে দুদিন যেতে-না-যেতেই আবারো একই অবস্থা। দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই পুকুরে পরিণত এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়।

এই পথে চলাচলকারী যানবাহনের চালকেরা জানান, প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে যায়। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

Bootstrap Image Preview