Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরিরবন্দরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

মোহাম্মাদ মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১ AM

bdmorning Image Preview


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী মোড়ে উদ্বোধন করা হয়।

আজ রবিবার সকালে উদ্বোধন উপলক্ষে ইসলামী ব্যাংক হেড অব কর্পোরেট ইনভেষ্টমেন্ট ডিভিশন-১ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মাদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ্, অধ্যক্ষ আলহাজ্ব ইউসুফ আলী।

স্বাগত বক্তব্য রাখেন, দিনাজপুর ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মাদ শাহাজাহান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার অধ্যাপক আকরাম আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য রোমান সরকার, এজেন্ট ব্যাংকিং এর স্থানীয় উদ্যোগতা মন্জুর আলী শাহ্, ডা.আবু বক্কর শাহ্, মাওলানা আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Bootstrap Image Preview