Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপনে শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ AM

bdmorning Image Preview


দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা। রবিবার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু হবে। চলবে টানা কয়েক দিন। তবে নিবন্ধনের কোন ঘোষণাই দেননি আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। বলা চলে, খুব গোপনেই প্রতিযোগিতার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কিন্তু কেন এই গোপনীয়তা?

এ প্রসঙ্গে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, নিজের টাকা দিয়ে অনুষ্ঠান বানাচ্ছি। ঘোষণা দেওয়ার কি আছে? গত বছর ছিল প্রথমবারের মতো আয়োজন, তাই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলাম।

তিনি আরো বলেন, এখন নির্বাচনী সময়। তাই আমাদের আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। তবে সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাই।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। সারা দেশ থেকে প্রায় ৩০ হাজারের মতো প্রতিযোগী এবার 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রতিযোগিতায় অনলাইনে নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্য থেকে ১২০০ প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। এই প্রতিযোগীরা আগামী কয়েক দিন বিচারকদের মুখোমুখি হবেন। গ্র্যান্ড ফিনালের জন্য কয়েক ধাপে সেরা ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, গেলো বছর প্রথমবারের মতো আয়োজন করা হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা। গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করা হয়। কিন্তু এভ্রিল বিবাহিত প্রমাণিত হওয়ায় মুকুট হারান। বিজয় মুকুট মাথায় তোলেন জেসিয়া ইসলাম। মিস ওয়ার্ল্ড আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। মূল আসরে সেরা ৪০ পর্যন্ত পৌঁছান জেসিয়া।

Bootstrap Image Preview