Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লুটপাট না করেও লুটপাট মামলার আসামি ভূক্তভোগী দুই পরিবার

জাহিদ রিপন
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:০১ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


পটুয়াখালী প্রতিনিধি:

লুটপাট না করেও লুটপাট মারধরের ঘটনা সাজিয়ে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর মহিপুর থানার ভূক্তভোগী দুই পরিবার।

আজ শনিবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের আ. কুদ্দুস সিকদার। এ সময় উপস্থিত ছিলেন, হাসেম সিকদার, আ. হাই সিকদারসহ ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ. কুদ্দুস সিকদার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের মামলাটি আদালতে বিচারাধীন থাকার পরও তার চাচা রাজ্জাক সিকদার দুই বছর যাবৎ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। স্থানীয় সালিশ মিমাংসা না মেনে বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছে। বর্তমানে আমাদের হয়রানি করার জন্য তার পুত্রবধূকে দিয়ে কলাপাড়া ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মারধর ও বসতঘর লুটপাটের মামলা দায়ের করেন। হয়রানি করার উদ্দেশ্যে নিজেদের বসতঘর নিজেরা কুপিয়ে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছেন।

এ বিষয়ে রাজ্জাক সিকদার বলেন, তিনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন না। গভীর রাতে তারা জমি দখল করে হালচাষ করে। এতে বাধা দিলে আমার পুত্র, পুত্রবধূ এবং আমাকে রশি দিয়ে বেধে অমানবিক নির্যাতন করেছেন। বসতঘর কুপিয়ে নগদ ৬৪ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এরা খুবই প্রভাবশালী বিধায় আমার জমি চাষাবাদ করতে পারছি না।

Bootstrap Image Preview