লেখাপড়াকে পছন্দ করেন না এমন মানুষের হয়ত কমতি নেই। তাই বলে এ লেখাপড়ার ভয়ে ঘর ছেড়ে পালিয়েছেন এমন মানুষের দৃষ্টান্ত অপেক্ষাকৃত কম। তবে সিলেটের শ্রীমঙ্গলে নাহিদ আহমদ (১৪) নামে এমন এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ যিনি লেখাপড়ার ভয়ে ঘর ছেড়ে পালিয়েছিলেন।
নিখোঁজের ১২ দিন পর গতকাল বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করে র্যাব-৯। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্কুলছাত্র নাহিদ আহমদ ওসমানী নগরের গজিয়া গ্রামের সাজু মিয়ার ছেলে। সে নবীগঞ্জের আউশকান্দি ইউপির পরকুল হাফিজিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। পড়ালেখার পাশাপাশি শ্রীমঙ্গল থানাধীন পুরাতন বাজারস্থ আলী ফুডস্ ফুসকার দোকানে চাকরি করতো। গত ৩১ আগস্ট স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি নাহিদ।
এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি জিডি করেন নাহিদের বাবা। এরপর তিনি ছেলেকে উদ্ধারের জন্য র্যাবের কাছে একটি লিখিত অভিযোগও করেন।
লেখাপড়া করতে অনিহা প্রকাশ করে নাহিদ বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে বলেও নিশ্চিত করেন র্যাবের এই কর্মকর্তা।