Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে চৌহালীতে মানববন্ধন

ইদ্রিস আলী
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৫ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৭ AM

bdmorning Image Preview


চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পাবনার আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চৌহালী হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলার কর্মরত সাংবাদিকগন।

এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, সাবেক সভাপতি আলহাজ মুহাঃ হজরত আলী মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার, মীর শৈবাল প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌহালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি মুন্সি মোঃ আব্দুল লতিফ, যুগ্ন সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু, কোষাদক্ষ আজিজুল হাকিম, সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী, আলমঙ্গীর হোসেন, রুবেল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোনো সুষ্ঠু বিচার হয়নি। সাগর-রনিসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হলে সুবর্ণা নদীকে আজ প্রাণ হারাতে হতো না। অবিলম্বে সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে মানববন্ধন থেকে সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানানো হয়।

Bootstrap Image Preview