Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিচিংগা চাষে বললে গেছে ভাগ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০১ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৩ PM

bdmorning Image Preview


হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ষার এ সময়টাতে গ্রামের নিচু জমিগুলোতে পানিতে ডুবে যায় বলে সবজি চাষ ব্যাহত হয়। তবে উঁচু জমিতে মাচা করে চিচিংগা চাষে অনেকেই বেশ লাভবান হচ্ছেন। এদেরই একজন হরিপুর উপজেলার বকুয়া ধীরগঞ্জ মাদরাসা সুপার কৃষক সাইফুল ইসলাম।

এ বছর তিনি ৬৬ শতক উঁচু জমির ওপর মাচা করে চিচিংগা চাষ করেছেন। ফলনও হয়েছে ভালোই। আর সবজির এই সঙ্কটকালে বাজারে চিচিংগার দামও চড়া। অল্প খরচে বেশি মুনাফা হয় বলে কৃষক সাইফুল ইসলাম এখন থেকে প্রতি বছর এ সময়ে চিচিংগা চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, কৃষক সাইফুল ইসলাম চিচিংগা এ সবজি চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশপাশি তাদের পরিবারে ফিরে এসেছে সুখ ও স্বাচ্ছন্দ। পাইকারী ক্রেতারা জমি থেকে চিচিংগা সংগ্রহ করেন এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাটবাজারগুলোতে সরবাহ করে থাকেন।

হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার জানান, এ উপজেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য আইএফএমসি কৃষক স্কুল স্থাপন করা হয়েছে। ওই কৃষক মাঠ স্কুলে কৃষকদের সবজি চাষের জন্য উন্নত জাতের বীজ সংগ্রহের পরার্মশ এবং বালাইনাশক ব্যবহার প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে শেখানো হয়ে থাকে। বর্তমানে বাজারে চিচিংগা চাহিদা থাকায় এবং দাম ভাল পাওয়ায় আগামীতে চিচিংগা চাষ আরো বৃদ্ধি পাবে।

Bootstrap Image Preview