Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৪ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৪ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশনে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মহড়া দিয়েছে। 

বুধবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এ বিশেষ মহড়ার নেতৃত্ব দেন থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.খালেদ চৌধুরী।

সম্প্রতি ফেঞ্চুগঞ্জ  থানার বিভিন্ন অপরাধের আসামি আটকের তৎপরতায় জনতার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

ফেঞ্চুগঞ্জ থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ চৌধুরীর একে একে কয়েকটি সফল অভিযানে জনতার মধ্যে আস্থা বেড়েছে। ইতিমধ্যেই  তিনি বহুল আলোচিত সুনাম হত্যার মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদক উদ্ধারসহ অপরাধীদের আটকে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছেন। 

পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে, বুধবার  দুপুর থেকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন, রেল কলোনি, খাস, ছত্তিশ, চান্দপুর, মল্লিকপুরসহ বিভিন্ন এলাকায় মহড়া দেন। 

মহড়া চলাকালে বিভিন্ন পয়েন্টে তারা অপরাধ ও অপরাধীদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য জনতার সাথে আলাপ করেন।

ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ চৌধুরী  জানান, অপরাধ দমনে পুলিশি তৎপরতার সাথে জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ।

তিনি অপরাধীদের ব্যাপারে বলেন, কেউ কোন জায়গায় অপরাধের আখড়া করতে পারবে না। অপরাধ ও অপরাধীদের ব্যাপারের নির্ভয়ে  তথ্য দিতে তিনি জনতার প্রতি অনুরোধ জানান।

Bootstrap Image Preview