Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১০ মাদকসেবী গ্রেফতার

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৩ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৩ AM

bdmorning Image Preview


র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজেলার আটাপাড়ার উত্তর গোপালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ জন মাদক সেবীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট বিভিন্ন প্রকার মাদক সেবনের উপকরণ, গাঁজা ও এ্যাম্পোল পাওয়া যায়।

গ্রেফতার মাদক সেবীরা হলেন ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া গ্রামের ওবায়দুল হকের ছেলে জুয়েল (৩২), জয়পুরহাট পল্লীবিদ্যুৎ এলাকার সামছুল হকের ছেলে মাহবুব আলম (৪০), জয়পুরহাট শান্তিনগর এলাকার নুরুলের ছেলে সবুজ (৩২), গাইবান্ধার জেলার পশ্চিম শালুয়ার মোঃ আলীর ছেলে শাহ্ আলম (২৮), লক্ষীপুর জেলার রামগড় এলাকার ছাত্তারের ছেলে সেলিম (৩৫), পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের ওবায়দুলের ছেলে আইয়ুব হোসেন (৫৫), বগুড়ার জয়পুর এলাকার মৃত মালেকের ছেলে আঃ আলীম (৩৫), একই জেলার শান্তাহারের মৃত হাবিবুরের ছেলে শাহাদৎ (২৫), জয়পুরহাট প্রফেসার পাড়ার কাইয়ুম খানের ছেলে মিঠু খান (৫০), বগুড়ার আদমদিঘীর মৃত ছইমদ্দিনের ছেলে শাজাহান (৪১)।

পরে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলমের আদালতে হাজির করলে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেন।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের জানান, গতকাল বুধবার বেলা ২ টার সময় উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা উত্তর গোপালপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে মাদক সেবনের সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview