Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭ AM

bdmorning Image Preview


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলার ১২ ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্দব কর্মসূচি শুরু হয়েছে।

গত সোমবার থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, অফিসার ইনাচার্জ মো. কামরুল ইসলাম মিঞা ও ওসি এলএজডি মো. আলাউদ্দিন।

৪৮ জন ডিলারের মাধ্যমে ২৬ হাজার ৭শ' ৬ জন নির্ধারিত উপকারভোগীর (কার্ডধারী) প্রতিজন প্রতিমাসে ৩০ কেজি করে চাল আগামী নভেম্বর পর্যন্ত পাবেন বল জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার জানান, প্রতিজন ডিলারের কর্মকাণ্ড তদারকি করার জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এ ছাড়া উপজেলা খাদ্য কমিটি ও প্রশাসন বর্তমান সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি হলে মামলাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সপ্তাহে প্রতি সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিলারের দোকান খোলা থাকবে এবং দোকানের সামনে ডিজিটাল ব্যানার লাগানো বাধ্যতামূলক বলে জানান তিনি।

Bootstrap Image Preview