Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেলিম হত্যা মামলার দুই মাসেও গ্রেফতার হয়নি কেউ, বিচার দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ AM

bdmorning Image Preview


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সেলিম খান নামে এক যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

রবিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কে এ মানববন্ধন কমসূচি পালিত হয়।

নিহতের স্বজনরা জানায়, গত ২৩ জুলাই রাত ৩টার দিকে ঝালকাঠির নলছিটি পৌরসভার ভাঙ্গাদৌলা গ্রামের দিনমজুর আকছেদ আলীর ছেলে সেলিম খানকে ঘর থেকে ডেকে নিয়ে মায়ের সামনেই প্রতিবেশী রিপন খান, হোসেন খান ও দুলালসহ পাঁচজন মিলে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করা হলে দুই মাসেও পুলিশ কাওকে গ্রেফতার করতে পারেনি। তাদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের দাবি জানান নিহতের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রতিবাদী নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রশান্ত দাস হরি, নিহতের বাবা আর্শেদ আলী খান, মা লাইলি বেগম ও বোন রাবেয়া আক্তার।

তারা অভিযোগ করেন, মায়ের সামনে ছেলেকে হত্যার পরে পুলিশ থানায় মামলা নেয়নি। বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে পুলিশ মামলাটি লিপিবদ্ধ করলেও আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে বলেও নিহতের স্বজনরা অভিযোগ করেন।

Bootstrap Image Preview